ভারতে ৮০ পয়সা করে আরেক দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। এনিয়ে গত ১৫ দিনে ১৩ দফায় প্রতি লিটারে দাম বাড়ানো হলো ৯ দশমিক ২০ রুপি। গত ২২ মার্চ থেকে ক্রমাগত দেশটিতে দাম বেড়েছে জ্বালানি তেলের।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম হলো ১০৪ দশমিক ৬১ এবং ৯৫ দশমিক ৮৭ রুপি।
প্রতিটি রাজ্যে আলাদাভাবে বাড়ছে দাম। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্তোষ দেখা দিয়েছে।
তেলের দাম বাড়ার জন্য বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর বৃদ্ধির যুক্তি দিলেও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অপরিশোধিত তেলের দাম এখনো আগের তুলনায় কিছুটা কমের দিকে।
ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার ফলে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এতে করে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত বিপাকে পড়ে। বিশেষেজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। যদিও বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল।