ভারতের মহারাষ্ট্রে এক রাষ্ট্রীয় হাসপাতালে একদিনে ১২ নবজাতকসহ মোট ২৪ জন মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওষুধ ও লোকবল সংকটের কারণে এমন ঘটনা ঘটেছে।
শংকররাও চাভান সরকারি হাসপাতালের ডিন জানিয়েছেন, মৃতদের মধ্যে অনেকেই মারা গেছেন সাপের কামড়ে।
ডিন বলেন, ছয় মেয়ে ও ছয় ছেলে শিশু গত ২৪ ঘণ্টার মারা গেছে। আর ১২ প্রাপ্তবয়স্কও নানা কারণে মারা গেছে। যাদের মধ্যে অনেককেই সাপে কেটেছিল।
এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর বিরোধীরা বলছে এই দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে।