ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনার থাবা দিন দিন বেড়েই চলছে। করোনায় আক্রান্ত ও মৃত্যু রেকর্ডহারে বেড়েছে। গত একদিনে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬৮ জনের, একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ।
অনেক আগে থেকে ব্রাজিলে করোনার প্রকোপ বাড়লেও এখন তা পেছনের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এরই মধ্যে দেশটি করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জন।
বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন।