ইউক্রেনের মারিউপোল শহরের একটি হাসপাতালে গত ৯ মার্চ (বুধবার) বোমা হামলা চালায় রুশ বাহিনী। ওই হাসপাতাল থেকে কোনও মতে পালিয়ে প্রাণে বেঁচে যান গর্ভবতী মারিয়ানা ভিশেগিরস্কায়া নামে এক নারী। এ ঘটনার একদিন পরেই ১১ মার্চ (শুক্রবার) কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য মতে, বোমা হামলায় তিন জনের মৃত্যু হলেও ওই হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় গর্ভবতী ওই নারীকে বের হতে দেখা যায়। এমন কিছু ছবি সাংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই ঘটনার পরদিন কন্যা সন্তানের জন্ম দেন মারিয়ানা। কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ভেরোনিকা।
এদিকে ইউক্রেন দাবি করেছে, মারিউপোল শহরে রুশ বাহিনীর হামলায় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শহরটিতে পানি এবং বিদ্যুৎ সংযোগ গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্ন রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।