English

22.4 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বিলাওয়ালকে কড়া জবাব দিলেন মরিয়ম

- Advertisements -

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় নেমেছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। জনগণকে আশার বাণী শোনাচ্ছেন তারা। খবর জিও নিউজ

মরিয়ম বৃহস্পতিবার লাহোরের এনএ-১১৯ আসনে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়  এ কথা বলেন। তিনি আরও বলেন, পিএমএল-এন ছাড়া কোনো রাজনৈতিক দল জনগণের জন্য কিছু করেনি।

এর একদিন আগে এক জনসভায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো  বলেছেন, চতুর্থবারের মতো নওয়াজ শরিফ পাকিস্তানের ক্ষমতায় এলে পুরোনো প্রতিশোধের রাজনীতিতে মেতে উঠবেন।

বিলাওয়ালের এমন কথার প্রতিক্রিয়ায় মরিয়ম আরও বলেন, অন্য দলগুলো দিনরাত সমালোচনা করে বেড়ায়। পাঞ্জাবের কিছু দল ১৫ বছর ধরে প্রদেশ শাসন করেছে কিন্তু তাদের কাছে ১৫টি উন্নয়নমূলক প্রকল্পও নেই।

মরিয়ম আরও বলেন, পাঞ্জাবের এক ব্যক্তি বলছেন, নওয়াজ শরিফ ইশতেহার দেননি। আগামী কয়েকদিনের মধ্যে নওয়াজ শরিফ ইশতেহার দেবেন।

এ সময় মরিয়ম জনগণকে সাবধানে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাধ্যমেই পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন