ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড হয়েছে। স্থানীয় সময় সোমবার যাত্রীসহ একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার টো ভ্যানে হঠাৎ ওই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগে। তখন ৮৫ জন যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৬৪৭ মুম্বাই থেকে জামনগরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে সময়েই হঠাৎ বিমানের টাগ প্লেনের কাছে আগুন ধরে যায়। ফলে অল্পের জন্য প্রাণ রক্ষা হলো ৮৫ যাত্রীর।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, আগুন লাগলেও খুব কম সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার ঘটনায় বিমানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন।
এয়ার ইন্ডিয়াও এক বিবৃতিতে জানায়, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বড় দুর্ঘটনা এড়ানো গেলেও মুম্বাই বিমানবন্দর থেকে জামনগরগামী বিমানটি পূর্বনির্ধারিত সময়ের ২০ মিনিট পড়ে ছেড়ে যায়।