পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে দলবদলের রাজনীতিতে ফের চমক। সোমবার বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী।
এদিন বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘‘নতুন যাত্রা শুরু করলাম। বিজেপিতে যোগ দিতে পেরে আনন্দিত।’
শ্রাবন্তীর সাথে শাসক তৃণমূলের অনেকদিনের সম্পর্ক কিন্তু তারপরও তাঁর বিজেপিতে যোগদান অনেককে অবাক করেছে।
এ বিষয়ে টলিউডের এক সূত্র বলেন, ‘টলিউডের এক প্রডিউসার এখন তৃণমূল থেকে বিজেপির দিকে ঝুঁকেছেন। শ্রাবন্তীর ফিল্ম ক্যারিয়ার এই প্রডিউসারের ওপর নির্ভরশীল বিজেপিতে নাম লেখানো ছাড়াও ওর আর কোনো উপায় ছিল না।’
এই সূত্র জানিয়েছেন আগামী কয়েকদিনে আরো কিছু পরিচিত মুখ বিজেপিতে যাবেন কারণ বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির বিধানসভা ভোটের মুখে একের পর এক চমক দিতে বদ্ধপরিকর।
দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারীরা।
আগামী ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবে বিজেপি। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী রবিবার বিজেপির ব্রিগেডের সভাতেও টলিপাড়ার একঝাঁক অভিনেতা-অভিনেত্রীও উপস্থিত থাকতে পারেন।