English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বাড়ি-গাড়ি নয়, পুরো গ্রাম বিক্রি!

- Advertisements -

রাস্তার পাশে ‘জমি বিক্রি হবে’ লেখা সাইনবোর্ড প্রায়ই আমাদের চোখে পড়ে। এ দৃশ্য দেখতে আমরা একপ্রকার অভ্যস্তই বলা চলে। তবে যদি কখনো দেখেন, পুরো একটি গ্রাম বিক্রি করে দেওয়ার জন্য সাইনবোর্ড টানানো হয়েছে? মানুষ জমি, বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে, কিন্তু তাই বলে পুরো গ্রাম?

আশ্চর্য শোনালেও স্পেনের উত্তর-পশ্চিম অঞ্চলে এমনই একটি ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের সালতো দে ক্যাস্ত্রো নামের একটি গ্রাম ২ লাখ ৬০ হাজার ইউরো বা ২ লাখ ৫৯ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ২ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২০০ টাকা) বিক্রি করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি গ্রামটির বর্তমান মালিক রনি রদ্রিগেজ এ ঘোষণা দেন।

জানা যায়, প্রায় তিন দশক ধরে জামোরা প্রদেশের পর্তুগাল সীমান্তবর্তী এ গ্রাম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গ্রামটি যেখানে অবস্থিত, সে এলাকাটি ‘শূন্য স্পেন’ নামে পরিচিত।

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে গাড়িতে করে এখানে যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। গ্রামটিতে রয়েছে ৪৪টি বাড়ি, হোটেল, চার্চ, স্কুল, সুইমিংপুল ও নিরাপত্তাচৌকি। তবে এখানে শহরের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।

জলাধার তৈরি করা শ্রমিক ও তাদের পরিবারের জন্য ১৯৫০ সালের দিকে স্পেনের বিদ্যুৎ উৎপাদন সংস্থা ইবারডুরো গ্রামটি তৈরি করেছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর বাসিন্দারা সরে যেতে থাকেন। ১৯৮০ সালের শেষ দিকে গ্রামটি পরিত্যক্ত হয়ে যায়।

২০০০ সালের দিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য রনি রদ্রিগেজ গ্রামটি কিনে নেন। কিন্তু অর্থনৈতিক সংকটসহ নানা কারণে সে পরিকল্পনা আর বাস্তব হয়ে ওঠেনি। তবে গ্রামটি বিক্রির খবর শোনার পর থেকে এখানে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে।

গ্রামটির মালিক জানান, এর আগেও গ্রামটি ৬৫ লাখ ডলারে বিক্রির চেষ্টা করেছিলেন রদ্রিগেজ। কিন্তু ওই দামে তখন গ্রামটি কিনতে আগ্রহ দেখাননি কেউই। তবে, এখন যে দাম চাওয়া হয়েছে, তাতে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। কারণ, এ দাম দিয়ে বার্সেলোনা ও মাদ্রিদের মতো শহরে সর্বোচ্চ এক বেডরুমের বাসা কেনা যাবে।

রদ্রিগেজ জানান, এরই মধ্যে রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশকিছু দেশ থেকে ৩০০ জনের বেশি মানুষ গ্রামটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। একজন নাকি অগ্রিম কিছু টাকা দিয়ে বুকিংও করে রেখেছেন। তাছাড়া, বিক্রির ঘোষণার পর থেকে অন্তত ৫০ হাজার মানুষ গ্রামটিতে ভ্রমণ করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন