ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে দুইটি রকেট হামলা হয়েছে। দুইটিই কাতিউশা রকেট। এর একটিকে আকাশেই নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। অন্যটি দূতাবাস ক্যাম্পাসে আঘাত হানতে ব্যর্থ হয়।
এ ব্যাপারে ইরাকের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার (১৯ ডিসেম্বর) প্রথম রকেটটিকে সি-র্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা জানিয়েছেন, দুটির মধ্যে একটি রকেট যুক্তরাষ্ট্রের সি-র্যাম (কাউন্টার রকেট ও মর্টার এন্টি মিসাইল) প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে।