ফিলিস্তিনের গাজায় শুক্রবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বেশ কয়েকটি যুদ্ধবিমান গাজার কয়েকটি স্থানে ওই বোমা হামলা চালায়।
হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।