ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রদান (গ্র্যাজুয়েশন) অনুষ্ঠানে গুলিতে সাবেক এক নারী মেয়রসহ তিনজন নিহত হয়েছেন। ওই মেয়র তার মেয়ের সাফল্য উদযাপনে অংশ নিতে গিয়েছিলেন। সাবেক মেয়র রোজ ফুরিগের মেয়েও কুইজন সিটির ওই গুলির ঘটনায় আহত হয়েছেন।
কুইজন সিটির অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে আইনের ছাত্র এবং তাদের পরিবারের জন্য আয়োজিত অনুষ্ঠান চলার সময় গুলি চালানোর ঘটনাটি ঘটে।
রোজ ফুরিগে ফিলিপাইনের অশান্ত দক্ষিণের শহর লামিতানের মেয়র ছিলেন। তবে পুলিশ সন্দেহভাজন ঘাতকের সঙ্গে ফুরিগের বিরোধের ‘দীর্ঘ ইতিহাস’ থাকার ইঙ্গিত দিয়েছে। হামলার সময় ফুরিগের সহকারী এবং বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তারক্ষীও নিহত হন।
ফিলিপাইনের প্রধান বিচারপতি আলেকজান্ডার গেসমুন্ডো গুলির সামান্য কিছুক্ষণ আগে ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছিলেন।