English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

প্রেসিডেন্ট হিসেবে যেদিন শপথ নেবেন ট্রাম্প

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৩২ বছরের এক রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। এ ছাড়াও দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য হলো তার।

দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাংবিধানিক রীতি অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পরিকল্পনা, নির্বাচনী প্রক্রিয়া এবং আইনি ও পদ্ধতিগত সুরক্ষাসহ বেশ কয়েকটি কারণে প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়।

সেই হিসাবে আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এদিকে ট্রাম্প জয়ী হওয়ার খবর সামনে আসতেই তার শপথ অনুষ্ঠান নিয়ে কর্মসূচি ঠিক করতে শুরু করেছেন সমর্থকরা।

২০১৫ সালের ১৫ জুন প্রথমবারের মতো হঠাৎ প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ডোনাল ট্রাম্প। তার এই ঘোষণায় তখন তেমন একটা গুরুত্ব দেয়নি কেউই। এ নিয়ে হাসিঠাট্টাও কম হয়নি। তবে ২০১৬ সালের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত করেন। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যান ট্রাম্প। তখন তিনি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন