English

21 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

প্রাইমারি স্কুলের শিক্ষিকার নগ্ন ছবি, তোলপাড়

- Advertisements -

আর্জেন্টিনার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা দুই সন্তানের মা মিগুয়েলিনা ফ্রেডস’কে নিয়ে তোলপাড় চলছে। কারণ, তিনি প্রাপ্ত বয়স্কদের আড্ডাখানা ‘অনলিফ্যান্স’-এ নিজের রগরগে সব ছবি পোস্ট করেছেন। তার সেই একাউন্ট ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা দাবি তুলেছেন তাকে চাকরি থেকে বরখাস্ত করতে। কিন্তু চাকরি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন মিগুয়েলিনা ফ্রেডস। তিনি বলেছেন, হ্যাঁ আমি আমার সেক্সি ছবি তুলেছি। সেটা বিক্রি করবো না কি করবো, তা একান্তই আমার বিষয়। এটা নিয়ে অন্যদের মাথা ঘামানোর কিছু নেই। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

আর্জেন্টিনার সান্তা ফি প্রদেশ।

সেখানকার সুপেরিয়র নরমাল স্কুল নং ৩০-এর শিক্ষিকা মিগুয়েলিনা ফ্রেডস। স্কুলটি অনেক পুরনো। প্রতিষ্ঠিত হয়েছে ১৮৮৬ সালে। প্রচলিত রীতিনীতি ও আদর্শের জন্য স্কুলটির সুনাম আছে। এই স্কুলেই শিক্ষকতা করেন ২৮ বছর বয়সী মিগুয়েলিনা ফ্রেডস। তার আছে দুটি সন্তান। তিনি দেখতেও বেশ সুন্দরী। মার্চ মাস থেকে তিনি অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। কিন্তু তিনি এ সময়ে বাড়তি কিছু অর্থ আয় করার জন্য এক্স-রেটেড বা রগরগে পদ্ধতি ব্যবহার করেন।
নগ্নতায় ভরা ছবি তুলে তা শেয়ার করেন অনলিফ্যান্স-এ। কিছু ছবিতে তাকে কার্যত পুরো নগ্নই বলা যায়। সামান্য এক চিলতে কাপড় দিয়ে ঢেকেছেন ‘লজ্জা’। তার এই কীর্তি ধরা পড়ে যায় অভিভাবকদের চোখে। তাদের একজন লুতারো রিওস। তিনি ক্ষুব্ধ। বলেছেন, ওই শিক্ষিকা ব্যক্তিগত জীবনে যা খুশি করুন। কিন্তু সেটা কেন তিনি প্রকাশ্যে আনবেন। শিক্ষার আদর্শের সঙ্গে এটা যায় না। তার এসব ছবি আমার আট বছর বয়সী মেয়ে দেখেছে।  এর জবাব দিয়েছেন মিগুয়েলিনা ফ্রেডস। বলেছেন, আমি সেক্সি ছবি তুলবো। এতে অন্য কারো কিছু যায় আসে না।
অভিভাবকদের এমন ক্ষোভ সত্তে¡ও চাকরি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন মিগুয়েলিনা ফ্রেডস। এর আগে ব্যক্তিগত ডাটা সংগ্রহ থেকে একটি আইটি সিস্টেমকে বিরত রাখার আবেদন প্রত্যাখ্যান করেছিল রাজধানী বুয়েন্স আয়ার্সের এক আদালত। ২০১৭ সালে ইউনিয়ন অব এডুকেশন ওয়ার্কার্স ওই পিটিশন করে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন