শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় পবিত্র কাবা শরিফ দেখতে পাচ্ছিলেন না এক ব্যক্তি। দৃশ্যটি দেখতে পান সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। এর পর ওই ব্যক্তিকে কোলে নিয়ে কাবা শরিফ দেখান তিনি। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা অফিসার প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিলেন। শুধু তাই নয়, তাকে একটি সুবিধাজনক পয়েন্টে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন; যেখান থেকে তিনি কাবাঘর দেখতে পাচ্ছেন।
ওমরাহর সময় সহানুভূতিশীল এ মুহূর্তটির ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি দ্রুত ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকে নিরাপত্তা অফিসারের নিঃস্বার্থ কাজের প্রশংসা করেছে।