কাতারে পৌঁছেই হয়রানির শিকার হয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক ডোমিনিক মেতজগের। লাইভ প্রোগামের মাঝেই তার হাতব্যাগটি ছিনতাই হয়। এরপর সেই খবর তিনি জানান পুলিশকে। আর সেখানেই ঘটে চমকে যাওয়ার মতো ঘটনা।
পুলিশ তাকে সবধরনের সহায়তার আশ্বাস দেয় এবং জানায় তাদের কাছে আছে উন্নত প্রযুক্তির ক্যামেরা যা দিয়ে খুব সহজেই ছিনতাইকারীকে শনাক্ত করা যাবে। সাথে ছিনতাইকারীকে কী ধরনের শাস্তি দিলে পছন্দ করবেন সে বিষয়েও জানতে চাওয়া হয় ওই নারী সাংবাদিকের কাছে। আর পুলিশের এমন আচরণে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান ওই আর্জেন্টাইন সাংবাদিক।
ছিনতাইয়ের শিকার সাংবাদিক ডোমিনিক মেতজগের বলেন, ‘আমি যখন (পুলিশ) স্টেশনে পৌঁছালাম তখনই সংস্কৃতির পার্থক্যটা শুরু হয়। পুলিশ স্টেশন আমাকে বলে, ‘সব জায়গায় আমাদের হাই-টেক ক্যামেরা লাগানো আছে এবং মুখায়বব শনাক্ত করার প্রযুক্তি দিয়ে তাকে আমরা চিহ্নিত করে ফেলব। তাকে (চোর) খুঁজে পেলে আপনি তাকে কোন ধরনের শাস্তি দিতে চান?’
ওই নারী সাংবাদিক আরও বলেন,‘আপনি কোন ধরনে শাস্তি দিতে চান তাকে? আপনি কী তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিতে চান নাকি তাকে দেশান্তরি করতে চান?’