পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫০জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের চার সদস্য নিহত ও অন্তত ২৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার টুইট করেছেন, টিএলপি কর্মীদের গুলিতে চার পুলিশ কর্মী শহীদ হয়েছেন। সহিংসতায় আরও ২৫৩ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যটির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ আজহার আমিন জানিয়েছেন, সংঘর্ষে আহত ৩০ জনেরও বেশি পুলিশ সদস্যকে মুরিদকে তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৩৫ জন আহত কর্মীকে শেখুপুরা জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “টিএলপি কর্মীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে এসএমজি, একে ৪৭ এবং পিস্তল ব্যবহার করে। যার ফলস্বরূপ বেশ কয়েকজন কর্মকর্তা শহীদ হয়েছেন।” সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় গোলাগুলি চালানো হয়েছে। তবে ডন এ তথ্য দাবিগুলো যাচাই করতে পারেনি।
এদিকে টিএলপি দাবি করেছে যে তাদের বেশ কয়েকজন কর্মী নিহত বা আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে যে তারা টিএলপি কর্মীদের ইসলামাবাদ অভিমুখে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন