পাকিস্তানে পাঁচ উপস্থাপকের টকশো বর্জনের ঘোষণা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল তেইরিক-ই-ইনসাফ (পিটিআই)। এসব উপস্থাপকের সঞ্চলনায় যে সব টকশো হয়, তা বর্জন করতে নেতাদের নির্দেশনা দিয়েছে দলটির কোর কমিটি।
পিটিআইয়ের সেন্ট্রাল মিডিয়া বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে। এতে দেখা গেছে, পাকিস্তানের চারটি গণমাধ্যমের পাঁচজন উপস্থাপকের টকশো বর্জন করতে বলা হয়েছে নেতাদের।
এগুলো হলো, দুনিয়া নিউজে কামরান শহিদের উপস্থাপনায় অফ দ্য ফ্রন্ট, ডন নিউজের লাইভ উইথ আদিল শাহবাজ, স্যামা টিভিতে মেরা সওয়াল উইথ মুনিব ফারুক, জিও নিউজের আজ শাহজেব খানজাদা কে সাথ ও সেলিম সাফির উপস্থানায় জিরগা।