অধিকৃত পশ্চিম তীরে পৃথক সংঘর্ষের ঘটনায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে তিন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে এবং আরেকজন ইহুদি বসতির সঙ্গে সংঘর্ষে। ইসরায়েলি সামরিক বাহিনী ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তুলকারাম এলাকার শুফা গ্রামে দুইজন নিহত হয়েছে। সন্দেহজনক এক গাড়ি চিহ্নিত করার পর গোলাগুলি হয়েছে। এ ছাড়া ইহুদি বসতির হামলায় দুইজন নিহত হয়েছে।
ইসরায়েলের বাহিনী আরও জানিয়েছে, সেনারা গোলাগুলিতে জড়িত হয় এবং দুই সন্ত্রাসীকে পরাস্ত্র করেছে।
রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে যখন ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে তখন ফিলিস্তিনিরা অবৈধ ইসরায়েলি বসতির দিকে গুলি করে প্রতিশোধ নেওযয়ার প্রবণতা দেখায়।