রাশিয়ার দুই বছরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। গতকাল বৃহস্পতিবার নরম্যান্ডির উপকূলে মিত্র বাহিনীর ডি-ডে অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বাইডেন বলেন, আমরা ইউক্রেনের প্রতিরক্ষা থেকে ‘সরে যাবো না’ এবং ‘গুন্ডামির কাছে আত্মসমর্পণ করবো না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আধিপত্য বিস্তারের স্বৈরাচারী উদ্দেশ্য’ আগ্রাসন চালিয়েছেন। বাইডেন আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেকোনো সময়ের চেয়ে গণতন্ত্র এখন বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
ইউক্রেনের রুশ আগ্রাসনের দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া।