পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় গাজার ১৮৮ ছেলে ও মেয়েকে সম্মাননা দেওয়া হয়েছে। গত রবিবার (৩০ অক্টোবর) ইমাম ইউসুফ আল-কারদাভি হাফেজ দলকে সম্মাননা দিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে গাজার আওকাফ অধিদপ্তর। সমাজসেবামূলক সংস্থা আল-বারাকাহর তত্ত্বাবধানে গাজার ইসলামিক ইউনিভার্সিটি সেন্টারে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওকাফ মন্ত্রণালয়ের সেক্রেটারি ড. আবদুল হাদি আল-আগা, দারুল কোরআন ওয়াস সুন্নাহ সংস্থার প্রধান ড. আবদুর রহমান আল-জামাল, গাজা অঞ্চলের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওয়াকফ ও ধর্মমন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিরা।
তিনি আরো জানান, আওকাফের তত্ত্বাবধানে গাজা অঞ্চলে ২৮৫টি মসজিদ রয়েছে। এসব মসজিদের মধ্যে চালুর রয়েছে ১৮৮টি হিফজ শিক্ষা কেন্দ্র। সেখানে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন ১৪৩ শিক্ষক ও শিক্ষিকা। গাজা অঞ্চলে আওকাফ অধিভূক্ত হিফজ শিক্ষা কেন্দ্রে পড়ছে প্রায় দুই হাজার ৭৯০ শিক্ষার্থী।