ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চিংড়িঘাটায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একজন সাইকেল আরোহীসহ পরপর ৭ জনকে পথচারীকে ধাক্কা মেরে চলে যায়। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ গাড়িটি রুবি হাসপাতাল থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। সেসময় রাস্তা পারাপারের জন্য কয়েকজন পথচারী চিংড়িঘাটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিল।
সিগন্যাল না মেনে গাড়িটি মুহূর্তের মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আহকদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, গাড়ির মধ্যে চালকের পরিবারের লোকেরাও ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল গাড়িটি। এ কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন