দীপাবলি পরের দিন বাড়ির সামনের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বামনগাছি গ্ৰাম পঞ্চায়েত এলাকায়।
নিহত নেতার নাম সাইফুদ্দিন লস্কর, বয়স ৪৩ বছর।
জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) রোজকার মতো ভোরবেলায় বাড়ির সামনের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন সাইফুদ্দিন।
এসময় পথে ওৎ পেতে থাকা দুষ্কৃতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা।
গুলির শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে। তারা এসে দেখেন সাইফুদ্দিন মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়নগর এক নম্বর ব্লকের পদ্মরহাট গ্রামী হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দিন লস্করকে দেখে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পদ্মরহাটি হাসপাতালে পৌঁছান বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভাস সর্দার।
সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি বামনগাছি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান। সাইফুদ্দিন সেই পঞ্চায়েতের সদস্য ছিলেন বলে জানিয়েছেন বিধায়ক বিভাস সর্দার।