সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে নাইজারের কয়েকটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় ৫৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে, সোমবার বিকেলে অজ্ঞাতনামা একটি সশস্ত্র গোষ্ঠী বেনিবাঙ্গু এলাকার একটি বাজার থেকে যাত্রীবাহী গাড়ির গতিরোধ করে। ‘এই বর্বর হামলায় ৫৮ জন নিহত হয়েছে, এক জন আহত হয়েছে, প্রচুর শস্য ও দুটি যান আগুনে পুড়েছে এবং আরো দুটি যান ছিনিয়ে নেওয়া হয়েছে।’
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে যে স্থানটিতে হামলাটি হয়েছে সেটি তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত এলাকাটিতে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি হামলা চালাচ্ছে।