নাসিম রুমি: ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন। না, ক্রিকেট বিষয়ক কোনো কাজে নয়, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসের সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করেন। তারই অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।
সোশ্যাল মিডিয়ায় মোদির সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন টি-টোয়েন্টির ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত গেইল। ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। জ্যামাইকা থেকে ভারত- ভালোবাসা অবিরাম।
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন ক্রিস গেইল। তার দানবীয় ব্যাটিং দর্শকদের প্রবল আনন্দ দিয়েছে। সব মিলিয়ে ৪৬৩ ম্যাচে গেইল করেছেন ১৪ হাজার ৫৬২ রান। আইপিএলের সুবাদে ভারতের সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ট। মাঝেমধ্যে বলিউডি গানেও তাকে তাল মেলাতে দেখা যায়।