English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ধর্মীয় পরিচয়ের কারণে আমাকে হুমকি দেওয়া হচ্ছে: খুশবু

- Advertisements -

মালয়ালম ও তামিল ছবিতে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন খুশবু সুন্দর। অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও এগিয়ে তিনি। অভিনয় করতে করতেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন খুশবু। তার অভিযোগ ধর্মীয় পরিচয়ের কারণে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
সম্প্রতি অযোধ্যায় সম্পন্ন হয়েছে রামমন্দির তৈরির ভূমিপূজা। গত ৫ অগস্ট সেখানে ভূমিপূজার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এরই মধ্যে খুশবু সুন্দরকে সোশ্যাল মিডিয়ায় ভয়ানক আক্রমণের মুখোমুখি পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরকে ট্যাগ করে মোদির কাছে প্রশ্ন করেছেন খুশবু।
অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু সুন্দরের অভিযোগ, রামমন্দিরের ভূমিপূজার পর থেকেই তাঁর কাছে হুমকির ফোন আসছে। তিনি মুসলিম বলে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। টুইট করে খুশবু অভিযোগ করেছেন, ধর্ষণের শিকার হওয়াটাই আমার প্রাপ্য। কারণ আমি মুসলিম। নরেন্দ্র মোদির দপ্তরের কাছে খুশবু প্রশ্ন করেছেন, ‘এটাই কি ঈশ্বর রামের জন্মভূমি?’
কলকাতা পুলিশকেও এই প্রসঙ্গে ট্যাগ করেছেন খুশবু। কলকাতা পুলিশের এ নিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। খুশবুর প্রশ্ন, ‘এটাই রামভূমি? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জবাব দেবেন? আমার সঙ্গেই এমন হলে অন্য নারীদের কী অবস্থা ভেবে দেখুন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন