যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিন বছরের একটি শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) শিকাগো পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।
মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ছোট শিশুটি একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল, সামনে তার বাবা-মা। শিশুটি বাবার পিস্তল কিভাবে হাতে পেয়েছে সে বিষয়টি কেউই টের পায়নি। প্রথমে শিশুটি গাড়ির ভেতরেই পিস্তল নিয়ে খেলছিল। এক পর্যায়ে সে ট্রিগারে চাপ দেয়। এতেই গুলিবিদ্ধ হন শিশুটির মা দায়েজাহ বেনেট (২২)। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবাকে হাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে।
ইভরিটাউন ফর গান সেফটির একটি রিপোর্ট বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শত শত শিশু অনিরাপদ আগ্নেয়াস্ত্র অনায়াসে পেয়ে যায় বিভিন্ন ভাবে। বছরে অন্তত ৩৫০টির মতো এ ধরনের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। সংস্থাটি অস্ত্রের ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে নাগরিকদের।