English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ার নতুন নেতা

- Advertisements -

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল-শারা।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান।

সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার দিন এক বিবৃতিতে সিরিয়ার এই বিদ্রোহী নেতা বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে তিনি (ট্রাম্প) মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাবেন।”

২০১১ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর দমন-পীড়নের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন মানবিক সহায়তার প্রবাহ সহজ করার লক্ষ্যে সিরিয়ার শাসক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের জন্য ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

সিরিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন