অনেকে মজাই করে বলেন, নিউটনের মাথায় আপেলটা না পড়লে নাকি মহাকর্ষ সূত্রই আবিষ্কার হতো না। যে আপেল গাছ নিউটনকে দিলো প্রবল প্রজ্ঞা, এবার সেই আপেল গাছটাই ঝড়ে ভেঙে গেলো। কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে থাকা বিখ্যাত এই আপেল গাছটিকে ঐতিহাসিক গুরুত্ব মেনে ডাকা হতো ‘নিউটন অ্যাপেল ট্রি’ নামে।
বাগানের কিউরেটর স্যামুয়েল ব্রোকিংটন বলেন, ‘১৯৫৪ সালে গাছটি লাগানো হয়েছিলো। গার্ডেনের প্রবেশ দরজায় এটা দাঁড়িয়েছিলো ৬৮ বছর। গাছটি আসলে স্যার নিউজ্যাক আইনস্টাইনের মাথায় আপেল ফেলা গাছের ডাল থেকে ক্লোন করা।’
তবে অতো মন খারাপ করার কারণ নেই, বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে গাছটির তিনটি কোলন চারা তাদের কাছে আছে। নিউটনের স্মৃতি রক্ষায় শিগগিরই এই বাগানে লাগানো হবে।