তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে যাত্রা করেছিল ১১ বছরের এক কিশোরী। তবে পথিমধ্যে প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
এতে ওই কিশোরীটি বাদে অন্য সবারই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভয়াবহ ঝড় এবং ১১.৫ ফুট উঁচু উঁচু দানবীয় ঢেউয়ের মধ্যেও কেবল একটি রাবারের টিউব ধরেই তিন দিন ভূমধ্যসাগরে ভেসে ছিল মেয়েটি। সিয়েরা লিওনের বাসিন্দা ১১ বছরের ওই কিশোরীকে পরে উদ্ধার করা হয়েছে।
কোম্পাস কালেকটিভ নামের একটি বেসরকারি উদ্ধারকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, অন্য একটি জরুরি পরিস্থিতিতে যাওয়ার সময় মেয়েটির সাহায্যের আহ্বান শুনতে পান তারা।
উদ্ধারকারীরা জানিয়েছেন, মেয়েটির কোমরে একটি সাধারণ জীবনরক্ষাকারী জ্যাকেট এবং দুটি রাবারের টিউব বাঁধা ছিল। ভয়াবহ ঝড় এবং ১১.৫ ফুট উঁচু ঢেউয়ের কারণে তাদের নৌকাটি মুহূর্তের মধ্যে ডুবে যায়।
উদ্ধারকৃত মেয়েটি জানায়, শুরুতে আরও দু’জন তার সঙ্গে ছিল। কিন্তু পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মেয়েটিকে উদ্ধার করে ইতালির লাম্পেডুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েটি এখন সুস্থ আছে এবং হাঁটতে ও কথা বলতে সক্ষম।
অভিবাসন সংকট
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্য অনুযায়ী, গত ১০ বছরে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৩০,৯৫৫ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। অন্যদিকে চলতি বছরে ৬৩ হাজারেও বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রহণ করেছে ইতালি।
ইতালির বর্তমান ডানপন্থি সরকার অভিবাসন নীতি কঠোর করার কারণে সাম্প্রতিক সময়ে এ সংখ্যা কিছুটা কমেছে।