English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

জ্বালানির ট্রাকে বিস্ফোরণ, ৫০ গবাদি পশুসহ জীবন্ত পুড়ল মানুষ

- Advertisements -

নাইজেরিয়ায় জ্বালানিভর্তি একটি ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি প্রতিক্রিয়া সংস্থা এই খবর জানিয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানিভর্তি গাড়ির সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় সাধারণ মানুষ ছাড়াও অন্তত ৫০টি গবাদি পশু জীবন্ত পুড়ে যায়। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বাবা-আরব।

এর আগে প্রাথমিকভাবে তিনি ৩০টি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে একটি বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে পুড়ে যাওয়া আরো ১৮টি মৃতদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতদের গণকবর দেওয়া হয়েছে।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকতে হবে। রাস্তায় চলাচলকারীদের  জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য সর্বদা সতর্ক হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।

কার্গো পরিবহনের জন্য একটি দক্ষ রেলওয়ে ব্যবস্থার অনুপস্থিতিতে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক দুর্ঘটনা সাধারণ।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। শুধুমাত্র ২০২০ সালেই এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন