চোরের ভয়ে গাড়িতে তালা লাগানোই স্বাভাবিক। কিন্তু এই এলাকার গাড়িচালকরা চোরের ভয়ে গাড়ি খোলা রেখেই চলে যান! ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাসিন্দারা গাড়ি সুরক্ষিত রাখতেই গাড়ির দরজা,জানালা এমনকি ডিকিও খোলা রাখেন।
জানা গেছে, গত বছর থেকে সেখানে চুরির ঘটনা বেড়ে গেছে। চোরেরা গাড়ির ভিতরে থাকা জিনিসও চুরি করে নিয়ে যায়। গাড়ি লক করা থাকলে জানলা বা গাড়ির পেছনের কাচ ভেঙে ভিতরে ঢোকে। তা ছাড়া নানা ভাবে গাড়ির ক্ষতি করে। তাই গাড়িকে ক্ষতির হাত থেকে বাঁচাতে দরজা এবং ডিকি খুলে গাড়ি পার্ক করে রাখা শুরু করেছেন তারা।
কারণ গাড়ি পুরো খোলা থাকলে ভেতরে কোনো জিনিস আছে কি না তা সরাসরি দেখতে পাবে চোর। না থাকলে সেই গাড়িকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হয় বলে দাবি তাদের।
এ ব্যাপারে সান ফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিড জানান, মাদক পাচার এবং গাড়ি ভেঙে চুরি রোধের জন্য তিনি আরও অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।