গ্রিস ও বুলগেরিয়ার মধ্যে গ্যাস আন্তঃসংযোগকারীকে ইউরোপীয় জ্বালানি নিরাপত্তার জন্য ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
শনিবার রাজধানী সোফিয়াতে গ্রিস ও বুলগেরিয়ার মধ্যে গ্যাস আন্তঃসংযোগকারী পাইপলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
পাইপলাইনটিকে ‘গেম চেঞ্জার’ হিসেবে বর্ণনা করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, “এই পাইপলাইন ইউরোপের জন্য জ্বালানি নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করে। এই প্রকল্পের অর্থ স্বাধীনতা।
রাশিয়ার গ্যাস ও তেলের রিজার্ভ ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নকে ব্ল্যাকমেল বা শাস্তি দেওয়ার সুযোগ সীমিত করার জন্য পাইপলাইনটিকে একটি গুরুত্বপূর্ণ অবদান বলে অভিহিত করেছেন তিনি।
১৮২ কিলোমিটার পাইপলাইনটি উত্তর-পূর্ব গ্রীক শহর কোমোতিনি থেকে শুরু হয়ে এটি মধ্য বুলগেরিয়ার স্টারা জাগোরা পর্যন্ত ট্রান্স-অড্রিয়াটিক পাইপলাইনের সাথে যুক্ত।