আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-
এবার রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা
রাশিয়ার বেলগোরদে জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। যদি এ ঘটনা সত্য হয় তাহলে এটাই হবে রাশিয়ার মাটিতে ইউক্রেনের প্রথম হামলা। বলা হয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলের শহর বেলগোরদে একটি জ্বালানি ডিপোতে দুইটি হেলিকপ্টারের মাধ্যমে বোমাবর্ষণ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
চেরনোবিল ছেড়েছে রুশ বাহিনী, দাবি ইউক্রেনের
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখনো থমথমে। এর মাঝে ইউক্রেন দাবি করেছে যে, দেশটির চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। কিয়েভের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে চেরনোবিলের দায়িত্বে থাকা ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রুশ বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না অর্থাৎ কোনো বহিরাগত সেখানে নেই।
শ্রীলঙ্কায় কারফিউ প্রত্যাহার, আটক ৪৫
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট বাসভবনের বাইরে বিক্ষোভের জেরে কলম্বোর বেশ কয়েকটি শহরে জারি করা কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ এপ্রিল) ভোর ৫টায় কারফিউ প্রত্যাহার করা হয় বলে কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়ার নিশ্চিত করেন। এদিকে, বিক্ষোভের ঘটনায় আটক করা হয়েছে ৪৫ জনকে। দেশটিতে অর্থনীতি ধসে পড়ার জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কলম্বোর মিরিহানায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করে কয়েকশ মানুষ। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ জনের প্রাণহানি
ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। গাড়িটির চালকসহ চিকিৎসাধীন অপর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
দ. কোরিয়ায় মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩
দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুইটি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে এ দুর্ঘটনা ঘটে। এরপরই প্লেন দুইটি দক্ষিণাঞ্চলের শহর সাচিনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। কিন্তু নিহতদের পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে তিনটি হেলিকপ্টার, ২০টি যানবাহন ও কয়েকডজন জরুরিকর্মী ঘটনাস্থানে পাঠানো হয়েছে।
দুর্নীতির অভিযোগে সৌদিতে গ্রেফতার ১২৭
দুর্নীতির অভিযোগে সৌদিতে ১২৭ জনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। মার্চে পাঁচ হাজার ২৭৯ বার পর্যবেক্ষণ ও ২৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করে দেশটির নাজাহা নামে পরিচিত তদারকি প্রতিষ্ঠানটি। জানা গেছে, সৌদির প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, বিচার, শিক্ষা, পৌরসভা ও হাউজিং ও বেসামরিক বিমান কর্তৃপক্ষে বিভিন্ন পদে কর্মরতদের দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।