নিরক্ষীয় গিনিতে অজ্ঞাত হেমোরেজিক জ্বরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দেশে দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আফ্রিকা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিতোহা ওন্দো আয়েকাবা শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জানিয়েছেন, সরকার দ্রুত নমুনা পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে। ৭ ফেব্রুয়ারি প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, যারা মারা গেছেন তারা সবাই একটি অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।