ভারতের মহারাষ্ট্রে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নাগপুর জেলায়।
বুধবার পুলিশ জানিয়েছে, গাড়িতে লিফট দেওয়ার নাম করে দুই জন পুরুষ ওই ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করে।
সোমবার নাগপুর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী এলাকা সায়োনেরে এই ধর্ষণের ঘটনা ঘটায় ওই দুই ব্যক্তি। তাদেরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই কিশোরীকে লিফট দেওয়ার নাম করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গাড়ি থামিয়ে তকে ধর্ষণ করা হয়।