ভোট গণনা বন্ধ করতে যে বিবৃতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ডেমোক্রেট শিবির। জো বাইডেনের প্রচারণা প্রধান জেন ও ’ম্যালি ট্রাম্পের এমন বক্তব্যকে গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশ শুরু হওয়ার পর হোয়াইট হাউজে একটি বক্তব্য রাখেন।
এতে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এর জবাবে জেন বলেন, প্রেসিডেন্ট ভোট গণনা বন্ধের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ।
এটিকে আমি গর্হিত অপরাধ বলছি কারণ, তিনি মার্কিন নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে নগ্নভাবে কেড়ে নিতে চাইছেন। তবে যাইহোক না কেনো, ভোট গণনা বন্ধ হবে না।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন