ইউক্রেনে অভিযানে বিভিন্ন এলাকায় কর্তৃত্ব হারাচ্ছে রাশিয়া। পশ্চিমা গণমাধ্যম ফলাও করেই সে খবর প্রচার করে আসছে বেশ কিছুদিন ধরে। রাশিয়াও কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ার কথা শিকার করেছে।
এই অবস্থায় অভিযান জোরদার করতে শনিবার নতুন এক জেনারেলকে নিয়োগ দিয়েছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জেনারেল সের্গেই সুরোভিকিনকে ‘কমান্ডার অফ দ্য জয়েন্ট গ্রুপং অব ফোর্স ইন দ্য এরিয়াস অব দ্য স্পেশাল মিলিটারি অপারেশন’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাইবেরিয়ায় জন্ম নেওয়া সুরোভিকিনের বয়স ৫৫ বছর। তাজিকিস্তান, চেনেন ও সিরিয়ায় সংঘাত মোকাবেলার অভিজ্ঞতা আছে এই জেনারেলের।