যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, খেরসন থেকে রাশিয়ার পশ্চাদপসরণ মস্কোর জন্য ‘আরেকটি কৌশলগত ব্যর্থতা’র প্রমাণ।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসে (হামলা শুরুর মাস) রাশিয়া খেরসন ছাড়া তার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে আর কোনোটিই নিতে পারেনি। এখন এটিও ছেড়ে দেওয়ার পর রাশিয়ার সাধারণ মানুষ অবশ্যই নিজেদেরকে জিজ্ঞাসা করবে: ‘কীসের জন্য তাহলে এত কিছু করা হয়েছিল?’
বেন ওয়ালেস বলেন, রাশিয়ার সেনাবাহিনী তাদের অবৈধ আগ্রাসনের ফলে ব্যাপক প্রাণহানির সম্মুখীন হয়েছে। শুধু আন্তর্জাতিক মহলের বিচ্ছিন্নতা আর অপমানই অর্জন করেছে তারা।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমপ্রদায়ের সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দেন। সূত্র: বিবিসি