খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’র (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো মানুষ নিয়ে গত ১৮ মার্চ হামলা চালান তিনি। তার ঘনিষ্ঠ ওই সঙ্গীর নাম পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই তারা দু’জন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে অমৃতপালকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানায়নি মোগা পুলিশ। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তাকে আসামের ডিব্রুগড়ের জেলে পাঠানো হচ্ছে। সেখানে তার অন্য সহকারীদেরও রাখা হয়েছে।
আনন্দবাজার পত্রিকা বলছে, জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়েছে।
খালিস্তানপন্থী এই নেতার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশের ওপর আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
অমৃতপাল সিং একজন অনাবাসী ভারতীয়। তিনি দুবাইতে ট্রাকচালক হিসেবে কাজ করতেন।