পূর্বাঞ্চলীয় শহর খারকিভের বাইরে একটি মানবিক করিডোর রোববার (৬ মার্চ) খোলা হতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া কিয়েভের প্রতিনিধি দলের প্রধান ডেভিড আরচামিজা এই আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরচামিজা বলেন, ‘ঈশ্বরের ইচ্ছায়’ রোববার একটি করিডোর খোলা হবে। এ সময় ওই পোস্টে কমেন্ট করা খারকিভের এক নারী লেখেন, ‘আমি ১০ দিন ধরে এখানে নরক যন্ত্রণা অনুভব করেছি।’
বৃহস্পতিবার বেলারুশের পশ্চিমাঞ্চলে সর্বশেষ বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। এ সময় দুই পক্ষ যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মানবিক করিডোর খোলার ব্যাপারে একমত হন।