English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ১৬৪

- Advertisements -

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ থেকে আটক হয়েছে প্রায় ছয় হাজার জনকে। এক কোটি ৯০ লাখ মানুষের দেশটিতে গত এক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে।

আটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় এক সপ্তাহের সহিংসতায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ১০৩ জনের প্রাণ গেছে।

জানা গেছে, বিক্ষোভ শুরু হয়েছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে। কিন্তু পরে সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

গত ২ জানুয়ারি বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির ক্ষমতাসীন সরকার চরম সঙ্কটে পড়েছে। বিক্ষোভ দমাতে না পেরে রাশিয়ার সহায়তা নিচ্ছে কাজাখস্তান।

এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন