English

24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

- Advertisements -

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) এই ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি প্লেনে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে।

এদিকে বোমাতঙ্কের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে দ্রুত তল্লাশি শুরু হয়। কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও সেখানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

জানা গেছে, গতকাল (৫ জুন) রাত সাড়ে ৩টার দিকে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গোয়া হয়ে ব্রিটেন যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি প্লেন।

হঠাৎ প্লেনের এক যাত্রী চিৎকার করে বলে ওঠেন বোমা, আমার সিটের নিচে বোমা রাখা আছে। প্লেনে বোমা আছে এমন খবর ছড়ানোর পরই হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বিমানবন্দরে।

জরুরি ভিত্তিতে সেখান যাত্রীদের প্লেন থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায়। তবে তল্লাশি চালিয়ে বোমা বা এ ধরনের কোনো বস্তু সেখানে পাওয়া যায়নি।

যে যাত্রী সিটের নিচে বোমা থাকার কথা বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি কোথা থেকে জানতে পারলেন বিমানে বোমা আছে? উত্তরে যাত্রী জানান, তাকে একজন বলেছে।

পরে ওই যাত্রীর বাবার সঙ্গে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কর্মকর্তরা কথা বলেন। ওই যাত্রীর বাবা জানান, তার ছেলে বিরল রোগে আক্রান্ত। তার অসুস্থতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। ওই তরুণের শারীরিক পরীক্ষার বিভিন্ন কাগজপত্র দেখানো হয়েছে বিমানবন্দর ওসিআইএসএফ কর্মকর্তাদের। এগুলো যাচাই করে দেখা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন