English

28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

করোনা: মাস্ক পরায় শিথিল হচ্ছে দক্ষিণ কোরিয়া

- Advertisements -

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরইমধ্যে ধীরে ধীরে নিজেদের সামলে নিয়েছে বিভিন্ন দেশ, ফিরছে স্বাভাবিক জীবনে। সেই তালিকায় এবার নাম লেখালো দক্ষিণ কোরিয়া। দেশটিতে করোনা টিকার অন্তত একটি ডোজ নেওয়া থাকলে ঘরের বাইরে মাস্ক না পরলেও চলবে। জুলাই থেকে মাস্ক নিয়ে কড়াকড়িতে এই শিথিলতা আনার কথা জানিয়েছে সেখানকার প্রশাসন। মূলত দেশটির বয়োঃবৃদ্ধ জনগোষ্ঠীকে টিকা নিতে উত্সাহিত করতেই এমন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সেপ্টেম্বরের মধ্যে ৫ কোটি ২০ লাখ নাগরিকের কমপক্ষে ৭০ শতাংশকে টিকার আওতায় আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এ পর্যন্ত মাত্র ৭ দশমিক ৭ শতাংশ জনগণ টিকা নিয়েছে।

বুধবার করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম ঘোষণা দেন, জনগণের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তারা জুন থেকে বড় সংখ্যায় জমায়েত করতে পারবেন। নাগরিকদের ৭০ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা গ্রহণ করলে অক্টোবর থেকে কোয়ারেন্টাইন নীতিতেও পরিবর্তন আনার কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী কোন দেওক-চিওল বলেন, ৬০ থেকে ৭৪ বছরের নাগরিকদের ৬০ শতাংশের বেশি টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন