ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে দিয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা। খবর এনডিটিভির।
বুধবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কংগ্রেসের সভাপতি নির্বাচনে ৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন ১০৭২টি ভোট। অর্থাৎ ৬ হাজার ৮২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন মল্লিকার্জুন খাড়গে।
এর মধ্য দিয়ে প্রায় ২৫ বছর পর এবারই প্রথম ভারতের প্রভাবশালী নেহেরু ও গান্ধী রাজনৈতিক পরিবারের বাইরে থেকে কোনো নেতা দলটির প্রধান হতে চলেছেন।
দেশভাগের পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছেন। নেহরু-গান্ধী পরিবারের বাইরে সর্বশেষ ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।
এর আগে, শেষবার কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সেবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের নেতা জিতেন্দ্র প্রসাদ। সোনিয়ার বিরুদ্ধে জিতেন্দ্রর প্রাপ্ত ভোট তিন সংখ্যাতেও পৌঁছায়নি। সে তুলনায় খাড়গের বিরুদ্ধে কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছছেন থারুর।