English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ওবামার প্রিয় ১০ সিনেমা, তালিকার শীর্ষে ভারতীয় চলচ্চিত্র

- Advertisements -

নাসিম রুমি: বই, চলচ্চিত্র ও গানের প্রতি আলাদা টান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। বই পড়া, গান শোনা কিংবা সিনেমা দেখা— তার নিয়মিত কাজের অংশ। চলতি বছরে বিশ্বের বিভিন্ন ভাষায় নির্মিত বেশ কিছু সিনেমা দেখেছেন তিনি। সেখান থেকে প্রিয় সিনেমার একটি তালিকা প্রকাশ করেছেন তিনি।

বারাক ওবামা তার ইনস্টাগ্রামে তালিকাটি প্রকাশ করেছেন। এ তালিকায় ১০টি সিনেমার নাম রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাস লাইফ’। এটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা পায়েল কাপাডিয়া।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’। বাকি সাতটি সিনেমা হলো— ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’।

এ তালিকার উপরে লেখা— “২০২৪ সালে বারাক ওবামার পছন্দের সিনেমা।” আর ক্যাপশনে বারাক ওবামা লেখেন, “এখানে কয়েকটি সিনেমা রয়েছে, যা এই বছর দেখার পরামর্শ রইল।”

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’। কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় এই সিনেমা। ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নিয়েই জিতে নেয় পুরস্কার।

‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ সিনেমা পুরস্কার জেতার পর হইচই পড়ে গিয়েছিল সিনেমাটির পরিচালক পায়েল কাপাডিয়াকে নিয়ে। বলিউডের অনেক তারকা যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা বার্তা দেন পায়েলকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন