English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এবার রুশ সীমান্তরক্ষীদের ওপর হামলার অভিযোগ

- Advertisements -

রাশিয়ার আঞ্চলিক এক কর্মকর্তা অভিযোগ করেছেন, কুরস্ক এলাকার সীমান্তরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে পার্শ্ববর্তী বেলগোরোদ এলাকার একটি স্কুল বোমা হামলার হুমকির পর খালি করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ অভিযান’ শিরোনামে ইউক্রেনে আক্রমণ করে রুশ সেনাবাহিনী।  সীমান্তে রাশিয়াকে ইউক্রেন টার্গেট করছে এই অভিযোগ তুলে আক্রমণ করে তারা।

কুরস্কের আঞ্চলিক গভর্নর রোমানা স্তারোভোইত বলেন, সুদজা সীমান্তে আমাদের বাহিনী লক্ষ্য করে মর্টার হামলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জবাবে রাশিয়ার সেনারাও গুলি চালিয়েছে বলে জানান তিনি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, তারা রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সম্পর্কে বিস্তারিত জানেন না বললেও ঘটনাকে তিনি ‘মারাত্মক’ বলে অভিহিত করেছেন।

সীমান্তের এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

এর আগে গত শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালানোর অভিযোগ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন