১১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল যাত্রীবাহী উড়োজাহাজটি। হঠাৎ নিজের সিটের নিচে গোখরা সাপ দেখতে পান পাইলট। উড়োজাহাজে সাপ আছে জেনে ভয়ে সবাই চুপ হয়ে যান। একেবারে পিনপতন নীরবতা। কয়েক মুহূর্ত যেন জায়গায় জমে গিয়েছিলেন সবাই। পরে উড়োজাহাজ জরুরি অবতরণ করান পাইলট। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার পাইলট রুডল্ফ এরাসমুস ওই উড়োজাহাজ পরিচালনা করছিলেন। এটি যখন ১১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল তখন তিনি সাপটি দেখেন। ইরাসমাস প্রথমে ভেবেছিলেন যাত্রীরা ভয় পেয়ে যেতে পারে, তাই তাদের সাপটির কথা জানাবেন না। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা বিবেচনায় তাদের জানানোর সিদ্ধান্ত নেন।
রুডল্ফ এরাসমুস বলেন, সত্যি কথা কী ঘটছে তা আমার মস্তিষ্ক বুঝতে পারছিল না। হকচকিয়ে যাওয়ার একটি মুহূর্ত ছিল। প্রথমে মনে হয়েছিল তার পিঠে হয়ত ঠান্ডা কোনো পানির বোতল রয়েছে। আমি শীতল অনুভূতি পাচ্ছিলাম শার্টের ওপর দিয়ে। প্রথমে ভাবছিলাম হয়ত বোতলের মুখ ঠিকমতো লাগানো হয়নি এবং শার্ট গড়িয়ে হয়তো পানি পড়ছে। আমি যখন বাঁ দিকে ফিরে নিচের দিকে তাকাই তখন দেখতে পাই গোখরা সাপটি আমার সিটের নিচে মাথা লুকিয়ে আছে। বিমানটিতে চারজন যাত্রী ছিলেন।