গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট বৃহস্পতিবার (১৬ মে) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘রাফাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে আরো সেনা প্রবেশ করবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, ‘আমাদের অভিযানের তীব্রতা বাড়বে। হামাস এমন কোনো সংগঠন নয়, যেটি পুনর্গঠিত হতে পারবে।তাদের কোনো রিজার্ভ সেনা নেই। তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নেই। অস্ত্র সরবরাহের ব্যবস্থা নেই এবং যারা (হামাসের যোদ্ধা) আমাদের হামলার শিকার হচ্ছে, তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। যার ফলাফল হলো- আমরা তাদের ক্লান্ত করে ছাড়ব।’
ইসরায়েলের সেনারা এখন মূলত হামলা চালাচ্ছে গাজার জাবালিয়ার শরণার্থীশিবিরে।