ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজায় হামাসের হাতে জিম্মি অবস্থায় সীমান্তরক্ষী বাহিনীর ১৯ বছর বয়সী সেনা নোয়া মার্সিয়ানো নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।
সোমবার হামাস মার্সিয়ানোর মৃতদেহের ফুটেজ প্রকাশ করে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র বলেন, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ইহুদি সেনা নোয়া মার্সিয়ানো নিহত হয়।
সোমবার হামাস ভিডিও প্রকাশ করে। এরপর আইডিএফের একজন প্রতিনিধি মার্সিয়ানোর পরিবারের সাথে দেখা করেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাস ইসরায়েলি সেনাসহ ২৫০ জনের বেশি ইহুদি নাগরিকক বন্দী করে। ইসরায়েলের হাতে বন্দী রয়েছে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি। তাদের মুক্তির বিনিময়ে হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি আছে বলে জানিয়েছে।