ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন।
ইসরাইলের সবচেয়ে বেশি কয়লা আমদানি করে কলম্বিয়া থেকে। ২০২৩ সালে ইসরাইলে ৪৫ কোটি ডলারের কয়লা রপ্তানি করে কলম্বিয়া।
গাজায় ইসরায়েইলি হামলার পর থেকেই কলম্বিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক ভালো যাচ্ছে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো গত মাসে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরাইল থেকে কলম্বিয়া রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়।
তবে তারপরও ইসরাইলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে।
তবে ইতোমধ্যে কয়লার যেসব চালানের অনুমোদন হয়ে গেছে তা যথারীতি ইসরাইলে যাবে।
এছাড়া কলম্বিয়া ইসরাইলের তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট গুস্তাভো।